35118

07/29/2025 সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতি বার্ন ইউনিটে

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতি বার্ন ইউনিটে

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫ ১৬:৩৬

ঢাকার সাভারের জিরানি বাজারের গোয়ালবাড়ি মোড় এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন এক দম্পতি। স্বামী মো. মিন্টু (৩৫) ও স্ত্রী ববিতা (৩০) দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান সোমবার জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দগ্ধ হয়ে এক দম্পতিকে ভর্তি করা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে উচ্চ নিরীক্ষা ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতের দিকে বিস্ফোরণের এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় রাতেই তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ এবং তার স্ত্রীর শরীরের প্রায় ৩৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা বর্তমানে বার্ন ইউনিটে চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]