কদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তখনই গুঞ্জন উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে টিকিট পেতে যাচ্ছেন এ তারকা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, বেহালা পশ্চিমের জন্য প্রার্থী হিসেবে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চান, সেক্ষেত্রে শ্রাবন্তী কী ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সেটা আমি বলতে পারব না। তবে সেই সময় আমি দলের সঙ্গে সবটা নিয়ে আলোচনা করব। জানাব যে রাজনীতির বিষয় আমার কিন্তু কোনো ধারনা সেভাবে নেই। যদি কোনো দিনও সুযোগ আসে, বা আমাকে যোগ্য বলে মনে করা হয় সেক্ষেত্রে আমি আগে পুরো বিষয়টা বুঝব, নিজেকে রাজনীতির বিষয়ে স্বাবলম্বী করে তারপরই কিন্তু আমি যাব। নাহলে আমি যাব না।’
এর আগেও বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। পরাজয়ের অভিজ্ঞতা হয়েছে। সে বিষয়ে কথা তুললে বলেন, ‘আগে আমি হুট করে যেটা করেছিলাম এবার সেটা করব না। আমি ভেবে ছিলাম আমি জিতব। ইচ্ছা ছিল যে বেহালা পশ্চিম আমার বাড়ি, আমিও ওখানেই ভোট দিই। সেই সবটা মিলিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু জনসাধারণ যেটা ভেবেছেন তাই করেছেন, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অনেকেই যারা আমাকে ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
সবশেষ শ্রাবন্তীকে দেখা গেছে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। পরিচালক সায়ন্তন ঘোষাল। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর নতুন ছবি দেবী চৌধুরাণী। এতে তার বিপরীতে ভবানী পাঠক হয়ে ধরা দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।