35149

07/29/2025 বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে ঢাকায় আসছে চীনা তদন্ত দল

বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে ঢাকায় আসছে চীনা তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫ ২০:৩৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শিগগিরই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এয়ার কমোডর শহিদুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে। পাইলট তৌকিরের সাথে এয়ার কন্ট্রোল এজেন্সির সক্রিয় যোগাযোগ ছিল।

ব্রিফিংয়ে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হবে।

এ সময় এয়ার কমোডর মিজানুর রহমান জানান, এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী।

রাজউকের নিয়মকানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল সংবাদ সম্মেলনে দাবি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]