35171

07/30/2025 কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় নিলো আর্জেন্টিনা

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় নিলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

২৯ জুলাই ২০২৫ ১২:১৩

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল আর্জেন্টিনার পুরুষ ফুটবল দল। আর্জেন্টিনার নারী ফুটবল দলের আজও সুযোগ ছিল গতবছরের মতো এবারও কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠার। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ছেলেদের দলের সেই হারের প্রতিশোধই যেন নিলেন কলম্বিয়ান মেয়েরা।

মঙ্গলবার (২৯ জুলাই) আর্জেন্টিনাকে বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় করে দিলো কলম্বিয়া। ইকুয়েডরের কুইটোতে আজ নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিদায়ে ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল দেখার স্বপ্ন আর পূরণ হচ্ছে না। দুই দলই সেমিফাইনালে ওঠায় সম্ভাবনা তৈরি হয়েছিল ফাইনালে সুপার ক্লাসিকো দেখার। কিন্তু প্রথম সেমিফাইনালে আজ বিদায় নিল আর্জেন্টিনা।

দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে প্রতিযোগিতার সফলতম দল ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের।
আগামী ২ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল।

কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচে শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। বল দখল ও আক্রমণ দুই জায়গাতেই পিছিয়ে ছিল তারা। তবে আধিপত্যে এগিয়ে থাকা কলম্বিয়া চেষ্টা করেও নির্ধারিত সময়ে গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে বল জালে জড়ায়। তবে ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা বল জালে জড়ালেও ব্যর্থ হন আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে। ফলে কলম্বিয়া ম্যাচ জিতে নেয় ৫–৪ গোলে। এ জয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের অংশগ্রহণ করতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল কলম্বিয়া।

এবার মেয়েদের কোপা আমেরিকার দশম আসর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৯ আসরের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। কেবল ২০০৬ সালে নিজ দেশে আয়োজিত কোপা আমেরিকায় শিরোপা জিততে পেরেছে আর্জেন্টিনা। এবার শিরোপা জিতলে এটি হবে ব্রাজিলে টানা পঞ্চম শিরোপা।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]