35199

07/30/2025 এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৫ ১৭:৪৮

রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া প্রথম আলোকে বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

যদিও বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এমন ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

দুর্ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]