35308

08/02/2025 নতুন মৌসুমেও পুরনো রোনালদো, গোল করে জেতালেন আল-নাসরকে

নতুন মৌসুমেও পুরনো রোনালদো, গোল করে জেতালেন আল-নাসরকে

ক্রীড়া ডেস্ক

৩১ জুলাই ২০২৫ ১১:৪৫

মৌসুমের শুরুতেই নিজের চেনা ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও সময়কে যেন হার মানালেন তিনি। দাপট দেখিয়েছেন মাঠে। তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে আল-নাসরের হয়ে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছেন এই পর্তুগিজ তারকা।

অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল আল-নাসর। ২৫তম মিনিটে তুলুজের ইয়ান গবো গোল করে ফরাসি ক্লাবকে এগিয়ে দেন। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরান রোনালদো। প্রথমার্ধেই গোল করে ম্যাচে ফেরান দলকে।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আল-নাসর। ৭৬তম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে এগিয়ে দেন এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সৌদি ক্লাবটি।

ম্যাচে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো, কিন্তু তার সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সুযোগটি হাতছাড়া হয়।

ফেলিক্স সম্প্রতি চেলসি থেকে আল-নাসরে যোগ দিয়েছেন। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আল-নাসরকে গুণতে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো—এর মধ্যে ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি, বাকি ২০ মিলিয়ন পারফরম্যান্স বোনাস। দুই বছরের চুক্তিতে নতুন ক্লাবে ক্যারিয়ারকে নতুন করে গুছিয়ে নেওয়ার লক্ষ্য তার।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য আবার ম্যাচটা বিশেষ ছিল। গেল মৌসুমের শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন আল নাসর ছাড়ার। তবে শেষ পর্যন্ত তিনি ২ বছরের চুক্তি সই করেন সৌদি জায়ান্টদের সঙ্গে।

নতুন চুক্তি সই করার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। লম্বা বিরতির পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই করলেন গোল। তাতে রোনালদো যেন আবারও পুরোনো বার্তাটাই দিলেন, অনুচ্চারে বললেন—‘বয়স কেবল একটি সংখ্যা’।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]