ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর দলটির খেলোয়াড়রা অবকাশ যাপনে যান। নতুন মৌসুমকে এখন আবার প্রস্তুতিতে নেমে পড়েছেন রিয়াল ফুটবলাররা। তার আগে নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা জানিয়ে দিলেন ক্লাবটির তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
সম্প্রতি জিকিউ স্পেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেছেন, ‘আমি ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। আমার ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা জিততে চাই এবং পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই।’
তবে তার সবচেয়ে বড় স্বপ্নের পরিধি ফুটবলের আঙিনা ছাড়িয়ে। ভিনিসিয়ুসের ভাষায়, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে, বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কাজ আমি করছি।’
২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে ভিনিসিয়ুসকে দলে টানে রিয়াল। পরের বছর আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেন তিনি। অল্প সময়েই নিজেকে দলের অপরিহার্য এক অংশে পরিণত করেছেন ২৫ বছর বয়সি এই ফুটবলার।
তার কাছে এসবই স্বপ্নের মতো মনে হয়, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ও আমার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমি জানি আমার যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে, বিশেষ করে সেখানকার শিশুদের, যেখান থেকে আমি এসেছি।’