3542

10/14/2025 ভারত-বাংলাদেশের ফ্লাইট শুরু ৪ সেপ্টেম্বর

ভারত-বাংলাদেশের ফ্লাইট শুরু ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৫

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমানবন্দরে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আশা করছি- আগামী ৪ তারিখ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হবে। দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে।

এর আগে এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচলের তারিখ দুই দফায় পেছানো হয়। সূত্র বলছে, করোনায় স্বাস্থ্য প্রটোকলের শর্ত নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত তারিখে ফ্লাইট চালু সম্ভব হয়নি। এ ছাড়া কিছু শর্তে আপত্তি ছিল এয়ারলাইন্সগুলোরও।

শর্তের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, শর্তের বিষয়গুলো সার্কুলার দিয়ে জানানো হবে। আশা করছি, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতের মধ্যে সার্কুলারটি দিতে পারব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]