35420

08/03/2025 ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট ২০২৫ ১৬:০৯

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

ইমিগ্রেশন পুলিশ এ তথ‌্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে শ‌নিবার ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে ঢাকায় এসেছে ৩৯ জন।

দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মা‌র্কিন প্রেসি‌ডেন্ট নির্বা‌চিত হওয়ার পর অবৈধ অভিবাস‌নের বিষ‌য়ে ক‌ঠোর অবস্থান নি‌য়ে‌ছেন। এ পর্যন্ত ক‌য়েক দফায় ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। আজ দে‌শে ফির‌লেন আরও ৩৯ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]