35442

08/03/2025 ঢামেকে থাকা ৬ মরদেহের দাফন সোমবার: উপদেষ্টা আসিফ

ঢামেকে থাকা ৬ মরদেহের দাফন সোমবার: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট ২০২৫ ১৮:৪৮

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভ্যুত্থানের সময় নিহত হওয়া ৬ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বেশিদিন রাখা সম্ভব হবে না। তবে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে। আগামী সোমবার (৪ আগস্ট) মরদেহগুলো দাফন করা হবে।

শনিবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের সময় গণকবরে সমাহিত হওয়াদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের মরদেহ নিতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটির অপব্যবহার করেছে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। তবে এই প্লাটফর্মটি তাদের কার্যক্রম চালু রাখবে বলে আশা করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]