35449

08/03/2025 বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

জেলা সংবাদদাতা,  কুষ্টিয়া

২ আগস্ট ২০২৫ ২১:৪২

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। প্রথমে ছেলে বিপ্লব বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে তার মা জোসনাও বিদ্যুতায়িত হন। এতে মা ও ছেলের মৃত্যু হয়। তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

শনিবার (২ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের চাঁদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার।

নিহত জোসনা খাতুন (৪৮) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের চাঁদগ্রাম এলাকার হাবিল সর্দারের স্ত্রী ও নিহত বিপ্লব সর্দার (২৮) জোসনা খাতুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে মাঠে জমি চাষ করে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন বিপ্লব। এসময় বসতবাড়ির মুরগির খামারের পাশে পাওয়ার টিলার চালানো অবস্থায় বিদ্যুতায়িত হন। এরপর বিপ্লবের মা জোসনা তার ছেলেকে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই মারা যান। পরে প্রতিবেশীরা তাদের দুজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা বলেন, পাওয়ার টিলার চালিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিপ্লব। এসময় ছেলেকে বাঁচাতে এলে তার মা জোসনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই নিহত হন। মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বিকেল তিনটার দিকে চাঁদগ্রামে এ ঘটনা ঘটেছে। প্রথমে ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন, ছেলেকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]