35536

08/04/2025 সমুদ্রপাড়ে ববির খোলামেলা ছবি ভাইরাল

সমুদ্রপাড়ে ববির খোলামেলা ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক

৪ আগস্ট ২০২৫ ১০:৫৯

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ইয়ামিন হক ববি। পর্দায় তার তেমন কোনো প্রভাব না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। জানা গেছে, বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। পরিবারকে সময় দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। আর সেখানকার এক সমুদ্রসৈকত থেকে নিজেকে ধরা দিলেন নায়িকা।

সম্প্রতি সমুদ্রপাড়ে তোলা তার কিছু ফটোশুট ভাইরাল। তাতে দেখা যায়, ছবিতে বেশ খোলামেলা রূপে ধরা দিয়েছেন ববি। খোলা চুল, স্বাভাবিক মেকআপ এ ববির উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।

যদিও দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে তেমন শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি তিনি, তবে বিভিন্ন সময় আলোচনায় থেকেছেন নানা কারণে। গত কয়েক বছরে কিছু বিতর্কে জড়িয়েছেন ববি, আবার নিজেই কিছু বিষয় স্বীকার করে নিয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।

অভিনয়ের পাশাপাশি ববি বরাবরই নজর কেড়েছেন নিজের ফিটনেস নিয়েও। ফেসবুক পেজে অনেক অনুসারীই তাকে শরীরচর্চা ও সৌন্দর্য রক্ষার টিপস জানতে চেয়ে মন্তব্য করেন। জানা যায়, নিয়মিত পরিশ্রম, জিমে সময় দেওয়া, পানি পান, স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো বিষয়গুলোতে মনোযোগী থাকেন তিনি।

ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ছবি ‘ময়ূরাক্ষী’-তে। তার নতুন কোনো ছবি মুক্তির অপেক্ষায় না থাকলেও আপাতত সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]