35562

08/04/2025 রাতের আঁধারে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

রাতের আঁধারে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

জেলা সংবাদদাতা, নাটোর

৪ আগস্ট ২০২৫ ১৩:২৪

নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল পেঁচিয়ে দুর্বৃত্তরা তালাবদ্ধ করে আটকে রাখে। তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কয়েকজন পথচারী মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে চলাচলের সময় রেললাইনের ওপর তালাবদ্ধ একটি লোহার শিকল পেঁচানো অবস্থায় দেখতে পান। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা সঙ্গে সঙ্গে নলডাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং পার্শ্ববর্তী নওগাঁর আত্রাই থেকে রেলওয়ের কর্মী এনে শিকলটি কেটে ফেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খবর পাওয়ার পর পরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। রেলওয়ের লোকজন ডেকে শিকলটি কেটে ফেলা হয়। যারাই এই কাজ করেছে, তারা যে অসৎ উদ্দেশ্যে কাজটি করেছে তা নিশ্চিতভাবে বলা যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]