35575

08/04/2025 সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জেলা প্রতিবেদক, সাতক্ষীরা

৪ আগস্ট ২০২৫ ১৫:৪৫

সাতক্ষীরা সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি ঘের মালিক গুরুতর আহত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাংলাদেশি ঘের মালিকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদ এর ছেলে।

ঘের মালিক আলমগীর হোসেনের ভাগ্নে বিল্লাল হোসেন জানান, তার মামা আলমগীর হোসেন ফজরের নামাজ আদায় করার পর ভোর সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানীকে ধাওয়া করে। এ সময়ে চরাচালানীরা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে সীমান্তের বেঁড়িবাঁধের উপর দাঁড়িয়ে থাকা তার মামা আলমগীর হোসেনের গায়ে গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, আলমগীর হোসেনের শরীরের ডান পাশে মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ২০/২৫টি ছাররা গুলি লেগেছে। তবে তিনি বর্তমানে শংকামুক্ত।

বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহির বলেন, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানিকে লক্ষ্য করে গুলি ছেড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]