35635

08/05/2025 বিলাল আব্বাসের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন দুর–ই–ফিশান

বিলাল আব্বাসের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন দুর–ই–ফিশান

বিনোদন ডেস্ক

৫ আগস্ট ২০২৫ ১১:১৬

হালের জনপ্রিয় পাকিস্তানি অভিনয়শিল্পী দুর–ই–ফিশান সেলিম। পাঁচ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটক–সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম ‘ইশক মুরশিদ’। ললিউডেরই আরেক জনপ্রিয় তারকা বিলাল আব্বাসের সঙ্গে জুটি বাধেন তিনি এই নাটকে। দর্শকদের মনে জায়গা করে নেয় ‘শাহমির-শিবরা’ জুটি।

‘ইশক মুরশিদ’র পর থেকেই গুঞ্জন উঠে গোপনে বিয়ে করেছেন দুর–ই–ফিশান ও বিলাল আব্বাস। গত বছর এক ইউটিউবার এ দাবি করার পর জল্পনা আরও জোরাদার হয়। মূলত ইশক মুর্শিদের প্রচারণামূলক ইভেন্টগুলোতে তাদের যৌথ উপস্থিতি এসব জল্পনাকে আরও উস্কে দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুর–ই–ফিশান প্রথমবারের মতো এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বলেন, ‘এই গুজবগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যদি সত্যিই এরকম কিছু ঘটত, তাহলে এতক্ষণে ছবি প্রকাশ হয়ে যেত।’

সহ অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ভালো পেশাদার সম্পর্ক থাকলেও, গোপন সম্পর্কের খবরের কোন সত্যতা নেই বলেও ব্যাখা করেন দুর-ই-ফিশান।

তিনি বলেন, ‘সেটে আমাদের মধ্যে ভালো স্বাচ্ছন্দ্য ছিল। আমরা অনেক হাসতাম - আমরা দুজনেই ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাই।’

তিনি স্পষ্ট করে জানান, তাদের রসায়ন অন-স্ক্রিন ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

দুর-ই-ফিশান স্থানীয় মিডিয়াতে যাচাই না করা ব্যক্তিগত গল্প প্রকাশের ক্রমবর্ধমান প্রথার সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিবাহ একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি এত গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা ঘটত, তাহলে লোকেরা তা শেয়ার করতে দ্বিধা করত না। এত গুরুত্বপূর্ণ মুহূর্ত কেউ গোপন করে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের মিডিয়া ভারতীয় ধাঁচের সাংবাদিকতায় দেখা যায় এমন কিছু প্রবণতার সাথে সাদৃশ্যপূর্ণ হতে শুরু করেছে, যেখানে প্রায়শই কোনও তথ্য যাচাই ছাড়াই জল্পনা উপস্থাপন করা হয়।’

এছাড়া অভিনেত্রী টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মাত্র পাঁচ বছরের কাজে যে ভালোবাসা এবং স্বীকৃতি পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এটা খুব বেশি দিন নয়, কিন্তু এত প্রশংসা পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কখনও কখনও, এটি আমাকে ভয়ও দেয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]