35637

08/05/2025 ৩৬ জুলাই স্মরণে টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’

৩৬ জুলাই স্মরণে টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট ২০২৫ ১১:৩৬

৩৬ জুলাই—এই তারিখটি এখন আর ক্যালেন্ডারের একটি সাধারণ দিন নয়। এটি হয়ে উঠেছে আত্মত্যাগ, সংহতি এবং সাহসিকতার প্রতীক। যে দিন ছাত্রসমাজ কণ্ঠ তুলে নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, আর জনগণ গড়ে তুলেছিল প্রতিরোধের দুর্দমনীয় ঢেউ। সেই গৌরবময় আন্দোলনের চিহ্ন ধরে রাখতে ও নতুন প্রজন্মকে সেই স্মৃতির সঙ্গে যুক্ত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টেলিটক।

এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে টেলিটক বাংলাদেশ চালু করেছে ‘৩৬ টাকার অফার’। এর আওতায় মাত্র ৩৬ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে — ৫ জিবি ইন্টারনেট ডাটা, ৩৬ মিনিট টকটাইম এবং ৩৬টি এসএমএস।

আর এই প্যাকেজের মেয়াদ ৫ দিন। অফারটি পাওয়া যাবে ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত। কেউ চাইলে সরাসরি ৩৬ টাকা রিচার্জ করতে পারেন অথবা ডায়াল করতে পারেন *111*36#।

টেলিটকের এক কর্মকর্তা জানান, আমাদের এই অফার কেবল একটি প্যাকেজ নয়—এটি ৩৬ জুলাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আগামী প্রজন্মের সঙ্গে সেই স্মৃতিকে ভাগ করে নেওয়ার এক ছোট প্রয়াস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]