35734

08/07/2025 উর্বশীর এলাকায় প্রবল বন্যা, কেমন আছেন অভিনেত্রী?

উর্বশীর এলাকায় প্রবল বন্যা, কেমন আছেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

৬ আগস্ট ২০২৫ ১৩:০৫

সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পরেছে। সেখানে দেখা গেছে পাহাড় থেকে নেমে আসা বর্ষণে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ঘরবাড়ি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। শোনা যাচ্ছে এটি ভারতের উত্তরকাশী জেলার ধরালী গ্রামের চিত্র।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বন্যায় গুরুত্বপূর্ণ সড়কগুলো তলিয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এরমধ্যে। ফলে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ।

উর্বশীর বিয়ের ইঙ্গিত, পাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার!
ছেঁড়া পোশাকে কানের লাল গালিচায় উর্বশী
এদিকে ওই অঞ্চলের বাসিন্দা বলিউড তারকা উর্বশী রাউতেলা। উত্তরখণ্ডে বন্যা শুনেই তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনুরাগী ও সহকর্মীরা। কেমন আছেন অভিনেত্রী। জানতে উদগ্রীব হন সবাই। তাদের কপালের ঘাম মুছতে এগিয়ে আসেন উর্বশী নিজেই। জানান তিনি সুস্থ আছেন।

একইসঙ্গে অভিনেত্রী জানান, নিজ এলাকার এই দুর্দশায় তিনি পাশে আছেন বন্যাকবলিতদের। এরইমধ্যে ত্রাণ সহায়তা চেয়েছেন নায়িকা। তার ভাষ্য, ‘‘হরিদ্বারের মেয়ে আমি। তাই উত্তরাখণ্ডের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মানুষের মধ্যে নিজের আত্মার খোঁজ পাই। উত্তরকাশীতে যা ঘটল সেটা দেখার পর নিজের অন্তরের বেদনা ভাষায় প্রকাশ করতে পারব না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]