35805

08/07/2025 গ্যালারিতে মেসি, মাঠে দারুণ জয়ে কোয়ার্টার-ফাইনালে মিয়ামি

গ্যালারিতে মেসি, মাঠে দারুণ জয়ে কোয়ার্টার-ফাইনালে মিয়ামি

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট ২০২৫ ১০:৫৪

ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। তবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে গ্যালারিতে বসেই ইন্টার মিয়ামির খেলা উপভোগ করেছেন আর্জেন্টাইন এই তারকা। আর তার সামনে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

লিগস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে পুমা ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাচটি হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত মিয়ামি।

ম্যাচের শুরুটা অবশ্য মিয়ামির জন্য সহজ ছিল না। ৩৪তম মিনিটে পুমার হয়ে গোল করে দলকে এগিয়ে দেন জর্জে রুভালকাবা। এতে চাপ বাড়ে মিয়ামির ওপর। তবে মেসি না থাকলেও লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল আর জর্দি আলবার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে ভরসা রাখেন সমর্থকেরা।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডি পল গোল করে দলকে সমতায় ফেরান। সুয়ারেজের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগান আর্জেন্টিনার এই মিডফিল্ডার, যিনি মেসির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা ‘বডিগার্ড’ হিসেবেও পরিচিত।

দ্বিতীয়ার্ধে গোল করেন সুয়ারেজ নিজেই। ৫৯ মিনিটে তার গোলে এগিয়ে যায় মিয়ামি। এরপর ৬৯ মিনিটে তাদিও অ্যালেন্দের গোল মিয়ামির জয় প্রায় নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]