35883

10/16/2025 ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

৭ আগস্ট ২০২৫ ১৮:২২

৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের রাজধানী নেইপিদো এবং এর সংলগ্ন বিভিন্ন এলাকা। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টা ১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল নেইপিদো থেকে ৫২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের মাত্র ১৪ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ভূপৃষ্ঠের অগভীর এলাকায় উৎপত্তি হওয়ায় স্বাভাবিকভাবেই কম্পনের ধাক্কাও ছিল বেশি। বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের অগভীর এলাকায় সৃষ্ট মাঝারি মাত্রার ভূমিকম্প অনেক সময় গভীরে সৃষ্ট বড় মাত্রার ভূমিকম্পের চেয়েও বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক হয়।

তবে মিয়ানমার থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল মিয়ানমার ও থাইল্যান্ডে। সেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত হয়েছিলেন ৫ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছিলেন ১১ হাজারের অধিক। থাইল্যান্ডেও শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র : ভলকানো ডিসকোভারি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]