স্বর্ণের মতো দেখতে হলেও আসলে প্রলেপ দিয়ে সাজানো। তবে ‘গোল্ড প্লেটেড’ এ গয়নার যত্ন নেওয়া একেবারে ভিন্ন বিষয়। এ গয়নার ওপর পাতলা স্বর্ণের প্রলেপ থাকায় তা সহজেই ভিন্ন রং ধারণ করে।
অনেকটা কালচে হয়ে যায়। আবার অতিরিক্ত পরিষ্কারের ফলে প্রলেপ উঠে গিয়ে গয়নার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিচ্ছন্নতা ও সঠিক রক্ষণাবেক্ষণ ছাড়া এ গয়নার উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব নয়।
এ গয়নার ধরন
আগে জানতে হবে গয়নাটি আসল স্বর্ণের নাকি গোল্ড প্লেটেড।
আসল স্বর্ণ যেমন ২৪ ক্যারেট, তেমনই ১৮, ১৪ বা ১০ ক্যারেট স্বর্ণের গয়নাও মিশ্র ধাতু দিয়ে তৈরি হলেও সেগুলো পুরোপুরি স্বর্ণের অন্তর্ভুক্ত।
অন্যদিকে গোল্ড প্লেটেড গয়নার ওপর শুধু একটি পাতলা স্বর্ণের প্রলেপ থাকে। এর নিচে সাধারণত অন্য ধাতু ব্যবহৃত হয়। ফলে এগুলো খুব দ্রুত কালচে হয়ে যায় এবং অতিরিক্ত ঘষামাজা করলে স্বর্ণের আস্তরণ উঠে যেতে পারে।
গয়না প্রতিষ্ঠান গ্লুড টুগেদারের প্রধান মেহনাজ আহমেদ বলেন, গয়না ব্যবহারের পর যদি নীলচে বা সবুজ ছাপ ফেলে, তবে তা সম্ভবত নকল গোল্ড প্লেটেড। গয়নার গায়ে যদি ‘১৮কে’ লেখা থাকে, তবে তা সাধারণত আসল স্বর্ণ। আর ‘১৮কেজিপি’ থাকলে বুঝতে হবে এটি ১৮ ক্যারেট গোল্ড প্লেটেড।
মেহনাজ আহমেদ বলেন, গোল্ড প্লেটেড গয়না প্রতিবার ব্যবহারের পর একটি নরম কাপড় দিয়ে মুছে রাখা উচিত। এতে ঘাম, ময়লা, মেকআপ বা লোশনের দাগ উঠে যাবে এবং গয়না দ্রুত কালচে হবে না। তবে মাসে একবারের বেশি গভীরভাবে পরিষ্কার না করাই ভালো, কারণ অতিরিক্ত পরিষ্কারে গয়নার ওপরের স্বর্ণের প্রলেপ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি পরামর্শ দেন, যদি কোনো গয়না বিশেষ মূল্যবান হয়, তাহলে প্রতি ছয় মাস বা এক বছরের মধ্যে পেশাদার কোনো জুয়েলারির দোকানে নিয়ে পরিষ্কার করিয়ে নেওয়া ভালো।
এ গয়না পরিষ্কার করতে যা ব্যবহার করবেন
• নরম কাপড়
• ছোট বাটি
• তুলার কুঁচি বা শিশুদের ব্যবহারযোগ্য নরম ব্রাশ
উপাদান
• হালকা তরল সাবান (যেমন ক্যাস্টাইল সাবান)
• কুসুম গরম পানি
পরিষ্কার করার ধাপ
• প্রথমেই গয়নাগুলো একটি নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিতে হবে। গয়নায় যদি পাথর বসানো থাকে, তাহলে আরও সাবধানে মুছতে হবে যাতে কোনো খোঁচা না লাগে।
• এবার একটি ছোট বাটিতে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে ফেনা তৈরি করতে হবে।
• একটি গয়না ওই মিশ্রণে পাঁচ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। যদি গয়নায় আঠা দিয়ে লাগানো পাথর থাকে, তাহলে ভিজিয়ে রাখার প্রক্রিয়াটি বাদ দেওয়া জরুরি। কারণ গরম পানি আঠা উঠিয়ে দিতে পারে।
• যদি কোনো কোণায় ময়লা আটকে থাকে, তাহলে তুলার কুঁচি বা শিশুদের ব্যবহারের জন্য তৈরি নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার করতে হবে।
• পরিশেষে একটি লিন্ট-মুক্ত নরম কাপড় দিয়ে গয়না মুছে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে।
ভবিষ্যতে দাগ বা কালচে হওয়া ঠেকাতে করণীয়
গয়না পরার আগে হেয়ার স্প্রে, সানস্ক্রিন বা লোশন ব্যবহার করে নিতে হবে।
ব্যায়াম করার সময় গয়না খুলে রাখতে হবে, কারণ ঘামে ধাতু দ্রুত ক্ষয় হয়।
ভ্রমণের সময় সব গয়না একসঙ্গে একটি পাউচে রাখা যাবে না। একে অপরের সঙ্গে ঘষা লেগে গয়নার প্রলেপ উঠে যেতে পারে। ব্যবহার করতে হবে ছোট ছোট আলাদা বাক্স বা ‘ট্রাভেল-ফ্রেন্ডলি’ গয়নার অর্গানাইজার।
ভিন্ন ধাতুর গয়না একসঙ্গে রাখা ঠিক না, এতে রাসায়নিক বিক্রিয়ায় একটির ওপর প্রভাব পড়তে পারে।