35956

08/09/2025 বিশ্বকাপে কারা ওপেন করবেন, ৬ মাস আগেই জানিয়ে দিল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে কারা ওপেন করবেন, ৬ মাস আগেই জানিয়ে দিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

৯ আগস্ট ২০২৫ ১৭:৪০

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে কারা ওপেন করবেন, তা এখনই ঠিক করে ফেলেছে অস্ট্রেলিয়া। ফলাফল যাই হোক, ওপেনিং জুটি পরিবর্তন করবে না তারা। ২০২৬-এর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ। তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোতে চাইছে দলটি।

এই পরিকল্পনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ। তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত ওপেনার হিসাবে ট্র্যাভিস হেডের জায়গা নিশ্চিত। তার সঙ্গে ইনিংস শুরু করতে নামবেন অধিনায়ক নিজে। মার্শ বলেছেন, ‘আমি আর হেড ইনিংস শুরু করব। আমরা দু’জনে একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের সম্পর্কও দারুণ। তাই আমরাই শুরু করব।’ মার্শ-হেড জুটি ইনিংস শুরু করলে অস্ট্রেলিয়া বাঁহাতি-ডানহাতি জুটির সুবিধাও পাবে ইনিংসের শুরুতে।

মার্শ-হেড জুটি কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করেনি। তবে একদিনের ক্রিকেটে তাদের জুটি বেঁধে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে। তাদের জুটির পারফরম্যান্সও ভাল। পাঁচটা এক দিনের ম্যাচে তাদের জুটিতে এসেছে ২৮২ রান। গড় ৭০.৫০। সবমিলিয়ে তাদের ১৪টি জুটিতে রান ৫০৪।

হেড ওপেনার হলেও মার্শ ব্যাট করেন তিন নম্বরে। নতুন বল খেলার অভিজ্ঞতা তার আছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ় জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডেভিড ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভেঙে যায়। ওয়ার্নারের বদলে মার্শ নিজে ওপেন করার সিদ্ধান্ত নিয়েছেন। সে ক্ষেত্রে তিন নম্বরে খেলতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। ‌ভাবনায় আছেন টিম ডেভিডও।

মার্শ বলেছেন, ‘নতুন ওপেনিং জুটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সফরে ডেভিডকে আমরা উপরের দিকে নামিয়েছিলাম। ও সফল হয়েছে। আমাদের মনে হয়েছে, ও বেশি বল খেলার সুযোগ পেলে আমাদের জয়ের সম্ভাবনা বাড়বে।’

আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটিং নিয়ে পরিকল্পনা করছেন মার্শ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ় থেকেই নতুন পরিকল্পনা অনুযায়ী খেলবেন তারা। বড় কোনও সমস্যা না হলে ওপেনিং জুটি ভাঙবেন না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়ক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]