35996

08/11/2025 কারিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য এখনও মনে পড়ে: অর্জুন

কারিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য এখনও মনে পড়ে: অর্জুন

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০২৫ ১২:০০

আজকাল ঘর সংসার নিয়ে ব্যস্ত কারিনা কাপুর। একসময় ব্যস্ততার পুরোটা জুড়ে ছিল বলিউড। তার হাসিতে তখন নিয়মিত দুলে উঠত রূপালি পর্দা। যা আজও ভুলে পারেন না দর্শক। একই অবস্থা সহশিল্পী অর্জুন রামপালের। কারিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কথা ভুলতে পারেন না তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে হিরোইন নামের একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন কারিনা-অর্জুন। অভিনেত্রীর প্রেমিকের চরিত্রে ছিলেন অর্জুন। গল্পের শেষে বিচ্ছেদ হলেও সিনেমাজুড়ে বেশ রোমান্স করতে দেখা যায় তাদের। সেসব ঘনিষ্ঠ দৃশ্যগুলো মনে রেখেছেন নায়ক।

এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বেবোর (করিনার ডাকনাম) সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও ওর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলিতে অভিনয় করার স্মৃতি মনে করে চলেছি।’

অর্জুনের পুরনো সেই সাক্ষাৎকার ফের ভাইরাল সামাজিক মাধ্যমে। যা শুনে নেটিজেনরা প্রকাশ করেছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, ‘অর্জুনের এই মন্তব্য খুবই অদ্ভুত এবং অপেশাদার।’

অন্য একজনের কথায়, ‘সেই সময় মনে হয় সকলেই এই ধরনের কথাবার্তা বলতে কোনও রকম দ্বিধাবোধ করতেন না।’ অনেকে মনে করছেন উদ্দেশ্যপ্রণোদিত না বরং সিনেমার প্রচারণার জন্য এরকম মন্তব্য করেছিলেন অর্জুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]