গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ অলংকার ও অন্যান্য সামগ্রী লুট করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আহত হন তিন জন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাত ৩টার দিকে ১০-১২ জনের ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কেয়ার টেকার হিজবুল্লাহকে মারধর করে। পরে তাকে বেঁধে ফেলে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে ডাকাতরা। পরে চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে চাবি নিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ও তৈজসপত্র পত্র লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় কেয়ার টেকারসহ তিনজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দুটি দা, একটি ককটেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দায়ীদের গ্রেফতার ও নিরাপত্তা দাবি করছেন ভুক্তভোগীরা।
সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমানের ছেলে ডা. মোসফিকুজ সালেহীন বলেন, ডাকাতরা আমাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে। আমার বাবা অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ। আমরা আমাদের পরিবারের নিরাপত্তা ও লুণ্ঠিত মালামাল ফেরত চাই।
এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছে। এজন্য তাদের শনাক্ত করা একটু কষ্টকর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দায়ীদের গ্রেফতারে একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। আশা করি দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।
এদিকে, ঘটনাস্থল সিআইডি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। তবে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ রয়েছে।