36128

08/11/2025 বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল, উর্ধ্বমুখী ইথেরিয়াম ও সোলানাও

বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল, উর্ধ্বমুখী ইথেরিয়াম ও সোলানাও

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২৫ ১৭:৫৯

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির দামে। বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্স কয়েন ও সোলানার মূল্য বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বছরের ব্যবধানে বিটকয়েনের মূল্য ১০৫ শতাংশেরও বেশি বেড়েছে। বর্তমানে এই জনপ্রিয় ডিজিটাল মুদ্রাটি লেনদেন হচ্ছে প্রায় ১ লাখ ২০ হাজার ৬০০ ডলারে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৬.১১ শতাংশ।

উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইথেরিয়াম-এর দামও। বর্তমানে প্রতি ইথেরিয়াম বিক্রি হচ্ছে ৪ হাজার ২০৭ ডলারে, যা এক সপ্তাহে প্রায় ১৫.৬৬ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

এছাড়া, বাইন্যান্স কয়েন এক সপ্তাহে প্রায় ৬.৭১ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে ৮০০ ডলারের কাছাকাছি। একইভাবে, সোলানা -এর দাম এক সপ্তাহে ৯.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭৯ ডলার ৬০ সেন্টে।

বিশ্বব্যাপী ক্রিপ্টো খাতে বিনিয়োগ এবং আগ্রহের পরিমাণ বাড়ায় এসব ডিজিটাল মুদ্রার দামও ধারাবাহিকভাবে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]