36131

08/11/2025 খুলনা আদালত চত্বর থেকে ধারালো অস্ত্রসহ যুবক আটক

খুলনা আদালত চত্বর থেকে ধারালো অস্ত্রসহ যুবক আটক

জেলা সংবাদদাতা,খুলনা

১১ আগস্ট ২০২৫ ১৮:৪১

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি ধারালো অস্ত্রসহ মানিক হাওলাদার (২৯) নামের এক যুবককে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। মানিকের বাড়ি সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকায়। তার বাবার নাম মোদাচ্ছের হাওলাদার।

কেএমপির এডিসি কোর্ট প্রসিকিউশন মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক সেখানে উপস্থিত পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে।

তিনি আরও বলেন, মানিকের সঙ্গে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সোনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রয় নিতে ব্যর্থ হয়। সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ধারালো অস্ত্রসহ মানিককে আটক করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]