36257

08/14/2025 বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত বৃদ্ধার

বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৫ ১৩:১৩

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেল ক্রসিংয়ের সামনে রাস্তা পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পরে বুধবার (১৩ আগস্ট) আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ। তিনি জানান, গতরাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি গত রাতে ওই বৃদ্ধা অসাবধানতাবশত বনানী সৈনিক ক্লাবের রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। আমরা আশপাশের লোকদের জিজ্ঞেস করেও ওই নারীর পরিচয় জানতে পারিনি। তার পরনে ছিল লাল রঙের শাড়ি। প্রযুক্তির সহায়তায় ওই বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]