3633

12/14/2025 কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ

কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৪

চীনা সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ। করোনাভাইরাস প্রতিরোধক টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কেনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৬ কোটি টিকা বিনামূল্যে পাবে। ইতোমধ্যেই বাংলাদেশ কোভ্যাক্স থেকে ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। বাকি টিকা ধীরে ধীরে পাবে বলে আশা করা হচ্ছে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সরকার আরো ১০ কোটি ৪০ লাখ টিকা কিনবে। সেটা সম্ভব হলে কোভ্যাক্স থেকে বিনামূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি ৫০ লাখ টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এ পর্যন্ত উপহার ও কেনা টিকা নিয়ে মোট ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]