36422

08/14/2025 টাঙ্গাইলে খেলার মাঠে যুবককে ছুরিকাঘাত, ছাত্রদল নেতাকে অব্যাহতি

টাঙ্গাইলে খেলার মাঠে যুবককে ছুরিকাঘাত, ছাত্রদল নেতাকে অব্যাহতি

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

১৪ আগস্ট ২০২৫ ১৭:৫২

টাঙ্গাইলের সখীপুরে এক যুবককে খেলার মাঠে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর এবং সদস্য সচিব রাফেল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতুল আহমেদ সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সখীপুর পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সৃষ্টি সংঘ মাঠে খেলা চলার সময় পূর্ব শত্রুতার জের ধরে রাতুল, আসিফ ও সাকিবসহ বেশ কয়েকজন সবুজের ওপর হামলা করে। সবুজ জীবন বাঁচাতে দৌড় দিয়ে খেলার মাঠে ঢুকে পড়েন। আক্রমণকারীরাও সবুজের পিছু নিয়ে খেলার মাঠে ঢুকে কিল-ঘুসিসহ এক পর্যায়ে সবুজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে আহত সবুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের মা সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

সখীপুর পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফেল আহমেদ বলেন, গত মঙ্গলবার একটি ঘটনা ঘটেছে। আমরা নিজেরাও ভিডিও ফুটেজ দেখেছি। আমরা সাংগঠনিক কথা বলেছি ও সাংগঠনিকভাবে তদন্ত করেছি। দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দলের বদনাম হয়। ছাত্রদলে সন্ত্রাসের কোনো জায়গা নেই। সেই প্রেক্ষিতে তাকে আমরা অব্যাহতি দিয়েছি। যারাই দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া ব‌লেন, এ ঘটনায় গত মঙ্গলবার থানায় মামলা হ‌য়ে‌ছে। আসা‌মিদের গ্রেপ্তারে পু‌লি‌শের অভিযান চল‌ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]