36533

08/18/2025 ম্যাচসেরা ইনিংস খেলে যা বললেন জিসান

ম্যাচসেরা ইনিংস খেলে যা বললেন জিসান

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১১:২১

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। ওই ম্যাচেও ঝোড়ো ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন ওপেনার জিসান আলম। সেদিন অবশ্য বাংলাদেশি এই ওপেনার ইনিংস বড় করতে পারেননি। গতকাল (শনিবার) নেপালের বিপক্ষে ৪৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ইনিংসসেরা ৭৩ রান করেন জিসান।

যাতে ভর করেই আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ ‘এ’ দল। এরপর বাংলাদেশি বোলারদের চাপে ১৪৪ রানের বেশি করতে পারেনি নেপাল। ফলে বাংলাদেশ ‘এ’ দল ৩২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এমন ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই তৃপ্ত জিসান, ‘শেষ ম্যাচ হারের পর সবার আত্মবিশ্বাস ছিল আমরা পরবর্তী ম্যাচগুলো জিতব। এটা খেলারই অংশ। একটা ম্যাচ হারতেই পারি। এখন আমরা ছন্দ পেয়েছি। ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব। (ব্যক্তিগতভাবে) তেমন কোনো লক্ষ্য ছিল না। দল হিসেবে খেলার চেষ্টা করেছি। ইনিংসটা যতটুকু খেলেছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আরেকটু ক্যারি করতে পারতাম দলের জন্য আরও ভালো হতো।’

সবশেষ ডিপিএলের পারফরম্যান্স ভুলে যাওয়ার কথা জানিয়ে জিসান বলেন, ‘ডিপিএলের পারফরম্যান্সটা নিয়ে ভাবছি না। আমি বলব না যে আমি ভালো খেলেছি। সেটা আমি ভুলে যেতে চাই। এখন যেটা চলছে তা নিয়ে চিন্তা করছি। পাস্ট ইজ পাস্ট।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]