36552

08/18/2025 প্রকাশ্যে শাহরুখপুত্রের সিরিজের টিজার, বাবার স্টাইলে এন্ট্রি আরিয়ানের

প্রকাশ্যে শাহরুখপুত্রের সিরিজের টিজার, বাবার স্টাইলে এন্ট্রি আরিয়ানের

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১৩:৪১

শাহরুখপুত্র পরিচালনায় আসছেন খবরটি অনেক দিনের। তার ওয়েব সিরিজ দেখতে সইছিল না কিং খানের অনুরাগীদের। ওয়েব কনটেন্টটির টিজার যেন সে আগুন আরও উসকে দিল। কেননা বাবার স্টাইলে ডেব্যু হলো আরিয়ানের।

আজ প্রকাশ্যে এসেছে আরিয়ানের Ba***ds of Bollywood-এর প্রথম ঝলক। যার প্রথম দৃশ্য-ই মহব্বতে সিনেমার স্মৃতি উসকে দিয়েছে। কেননা টিজারের শুরুতে বেজে ওঠে ভায়োলিনের সুরে শাহরুখের সিনেমাটির সিগনেচার স্টেপ। এরপর এক পরিচিত কণ্ঠে শোনা যায়, ‘এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ওহ মরতি থি…’

তবে বাবার ওপর ভর করে এন্ট্রি নিলেও আরিয়ান জানান দিয়েছেন নিজস্বতার। টিজারে রোমান্টিক দৃশ্য দেখানো হচ্ছিল ঠিক সশরীরে এন্ট্রি নেন কিংপুত্র। উল্টে দেন স্ক্রিপ্ট। জানান, Ba***ds of Bollywood যতটা প্রেম, ততটাই অ্যাকশন নির্ভর ও ক্রেজি। এরপর-ই দেখা যায় মারকাটারি দৃশ্য। সব মিলিয়ে সিনেমাটিকভাবে উপস্থাপন করা হয়েছে টিজারটি।

পরিচালনার পাশাপাশি Ba***ds of Bollywood-এর গল্পও আরিয়ানের। প্রযোজনা করেছেন গৌরী খান। এ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য এবং সাহের বাম্বা। আরও আছেন ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অনন্যা সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতমী কাপুর। বছর শেষে নেটফ্লিক্সে আসবে শাহরুখপুত্রের সিরিজ।

এদিকে ছেলের প্রথম নির্মাণের ঝলক কিং নিজেও শেয়ার দিয়েছেন। মুহূর্তেই লুফে নিয়েছেন তা বড় খানের অনুরাগীরা। মন্তব্যের ঘর ভরিয়ে দিয়েছেন প্রশংসা ও শুভকামনায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]