ভারতের কিংবদন্তি উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির অবিশ্বাস্য এক কীর্তি নিজের দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ওপেনার রাকিম কর্নওয়ালের ক্যাচ তালুবন্দি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছেন বার্বাডোজে খেলা এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডি ককের ডিসমিসালের সংখ্যা এখন ৩১৮। এর মধ্যে ২৬১টি ক্যাচ ও ৫৭টি স্টাম্পিং। দুইয়ে থাকা ধোনির টি-টোয়েন্টিতে ডিসমিসাল ৩১৭। দ্রুত গতিতে স্টাম্পিংয়ে বিখ্যাত ধোনি এই সংস্করণে করেছেন ৯২ স্টাম্পিং। বাকি ২২৫টি ধরেছেন ক্যাচ।
এই তালিকায় তিন ও চারে থাকা যথাক্রমে দিনেশ কার্তিক ও কামরান আকমলের ডিসমিসাল ২৮৮ ও ২৭৪। কার্তিক-আকমল দুজনেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ধোনি যেহেতু এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন এবং ডি ককও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন, তাই সামনের দিনগুলোতে তাদের মধ্যে এই রেকর্ড নিয়ে প্রতিযোগিতা জমবে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের দিক দিয়ে শীর্ষ পাঁচ
কুইন্টন ডি কক ৩১৮
মহেন্দ্র সিং ধোনি ৩১৭
দিনেশ কার্তিক ২৮৮
কামরান আকমল ২৭৪
জস বাটলার ২৪২