36612

08/18/2025 চট্টগ্রামে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৫

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

১৮ আগস্ট ২০২৫ ১২:৪৪

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কার ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা সীতাকুণ্ড থেকে পিকআপযোগে ফিশারিঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, নিহতদের মধ্যে রয়েছেন রনি দাশ, অজিত দাশ, দীপু দাশ, কোকিল দাশ ও অগ্নি দাশ।

জানা গেছে, পিকআপে থাকা সবাই মাছ ব্যবসায়ী। তার সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের ফিশারীঘাটে যাচ্ছিলেন। যাওয়ার পথে নগরীর সিটি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে চট্টগ্রাম মেডিকেলে আরও ২ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ‘ভোরে সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]