আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কি আর দেখা যাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি রান সাবেক অধিনায়ক বাবরের। দ্বিতীয় সর্বোচ্চ রান রিজওয়ানের।
তবে দলের সিনিয়র দুই ক্রিকেটার লম্বা সময় ধরেই এ ফরম্যাটে ব্রাত্য। শুধু তাই নয়, আসন্ন এশিয়া কাপেও এ দুজনকে দলে নেওয়া হয়নি। এমন অবস্থায় বাবর-রিজওয়ান আবার টি-টোয়েন্টি দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও সন্দেহ আছে।
টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ানের ভবিষ্যত নিয়ে যখন এমন দোলাচল তখন মান-সম্মান বাঁচাতে এ দুজনকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপ ২০২৫-এর জন্য বাবর-রিজওয়ানকে স্কোয়াডে রাখা হয়নি।
এরপরই তানভীর 'এক্স' (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, "আমার অনুরোধ থাকবে বাবর আজম ও রিজওয়ানের প্রতি- যদি তোমরা মনে করো তোমাদের সম্মান রক্ষা পাচ্ছে না, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবো। আমাদের সামনে বিরাট কোহলির উদাহরণ আছে। সম্মান নিজেদের হাতেই থাকে।"
৪৬ বছর বয়সি এই সাবেক ক্রিকেটার একইসঙ্গে দল নির্বাচনের যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ফখর জামানকে ঘিরে তার মন্তব্য তোলপাড় ফেলেছে। তানভীর প্রশ্ন তোলেন, “ফখর জামান কি জোর করে দলে ঢুকেছেন, নাকি তাঁকে নেওয়া হয়েছে বাবর আজমকে স্কোয়াডে না রাখার অজুহাত বানাতে? ফখর কীভাবে দলে এলেন?” প্রসঙ্গত, ফখর জামান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলেননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ-পায়ে চোট পাওয়ায় তাকে বাইরে রাখা হয়েছিল।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজায় হবে ত্রিদেশীয় সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।