36644

08/18/2025 রূপালী ব্যাংকে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৫ ১৯:১৪

সোমবার (১৮ আগস্ট) দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশের শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ছাড়াও ব্যাংকের সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদসহ সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং সারাদেশের সব জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা সভায় ভার্চুয়ালি অংশ নেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]