36665

08/19/2025 মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৫ ১২:৫৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে মোট সাতটি ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি ছয়টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি দেখানোসহ একাধিক অভিযোগ রয়েছে।

ডিসি তালেবুর রহমান বলেন, ভাগ্নে বিল্লাল মোহাম্মদপুর এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। তবে সিটিটিসির পক্ষ থেকে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

উল্লেখ্য, ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী হামলাসহ নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছিল।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]