36676

08/19/2025 ঐশ্বরিয়ার ব্লকবাস্টার সিনেমা যে কারণে প্রত্যাখ্যান করেছিলেন গোবিন্দ

ঐশ্বরিয়ার ব্লকবাস্টার সিনেমা যে কারণে প্রত্যাখ্যান করেছিলেন গোবিন্দ

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৫ ১৫:৪৭

বলিউড অভিনেতা গোবিন্দ তার ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। রোমান্টিক, কমেডি হোক কিংবা অ্যাকশন— যে কোনো চরিত্রেই নিজেকে বহুবার প্রমাণ করেছেন। কিন্তু আপনি জানেন কি— গোবিন্দ একটি হিট বলিউড সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন, যা পরে অনিল কাপুর করে বিপুল টাকা আয় করেছেন।

সুভাষ ঘাইয়ের সিনেমা ‘তাল’-এর কথা বলছি। ২৬ বছর আগে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছিল।

'তাল'-এ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর, অক্ষয় খান্না, অলোক নাথের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। এ সিনেমার গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়। আইএমডিবি অনুসারে, তাল সিনেমার পরিচালক ও প্রযোজক প্রথমে আমির খানকে অনিল কাপুরের চরিত্রটি অফার করেছিলেন। এরপর যখন তিনি এটি করতে রাজ হননি, তখন এ ভূমিকাটি গোবিন্দের কাছে চলে যায়।

আমির খানের এ সিনেমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি। গোবিন্দ সেই সময় 'হাসিনা মান জায়েগি' সিনেমার শুটিং করছিলেন। তখন পরিচালক অনিল কাপুরকে এ চরিত্রটি দিয়েছিলেন এবং তিনি এটি করতে রাজি হয়েছিলেন।

ভাষ ঘাইয়ের সিনেমা ‘তাল’-এর কালেকশন সম্পর্কে বলতে গেলে, স্যাকনিল্কের মতে, ১৫ কোটি টাকায় নির্মিত এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ছিল ৫০.০৭ কোটি টাকা। ফলে এ সিনেমাটি যে সেই সময় হিট হয়েছিল তা বলাই বাহুল্য।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]