36677

08/19/2025 জবিতে বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

জবিতে বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৫ ১৫:৫৮

সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচিতে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দুই দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা, ‘এক দুই তিন চার, বৃত্তি আমার অধিকার, জকসু আমার অধিকার', 'বৃত্তি নিয়ে টালবাহানা মানি না, মানবো না', 'বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান ', 'জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার', ইত্যাদি স্লোগান দেন।

চলমান কর্মসূচির বিষয়ে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি একে. এম. রাকিব বলেন, 'আমরা যখনই যৌক্তিক আন্দোলনে নামি তখনই প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দেয়। কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাসের বাস্তব ফলাফল দেখা যায়নি।” তিনি বলেন, “আমরা তাদের কর্মদক্ষতা সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়ে গেছি। আমরা দুই দফা দাবিতে বসেছি— দাবি আদায় হওয়া আগ পর্যন্ত আমরা ঘরে ফিরছি না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাসুদ রানা বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আজ আমরা সম্পূরক বৃত্তি ও জকসুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা বছরের পর বছর প্রশাসনের উদাসীনতা আর মন্ত্রণালয়ের জটিল প্রক্রিয়ার শিকার হয়েছি।

মাসুদ রানা বলেন, বৃত্তির টাকা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার—এটা দয়া নয়। আর জকসু নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। অথচ এ দুই ক্ষেত্রেই চরম টালবাহানা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে কোনো কর্তৃপক্ষ টিকে থাকতে পারবে না। জবিয়ানদের আন্দোলন বরাবরের মতো এবারও অধিকার আদায়ে শেষ বিজয় ছিনিয়ে আনবে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]