লন্ডনগামী কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন ২৪ বছর বয়সি এক ব্রিটিশ তরুণী (নাম পরিবর্তিত হয়ে কেলি)। গত বছরের সেপ্টেম্বরে দোহা থেকে লন্ডন গ্যাটউইক ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট অবতরণের আগ মুহূর্তে পাশের আসনে বসা ৬৬ বছর বয়সি এক যাত্রী তকে যৌন হেনস্তা করেন। কেবিন ক্রুকে জানানোর পর অভিযুক্তকে বিমানবন্দরে নামার সঙ্গেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়ে সাড়ে ছয় বছরের কারাদণ্ড পান।
কেলি বলেন, ঘটনার পর থেকে তার স্বাভাবিক জীবন থমকে গেছে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া বা জনসমাগমে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তবে নতুন সমস্যায় পড়েছেন ক্ষতিপূরণ আদায়ের লড়াইয়ে।
ডিএম/রিয়া