368

01/02/2026 এক সিনেমায় অক্ষয় কত পারিশ্রমিক পান?

এক সিনেমায় অক্ষয় কত পারিশ্রমিক পান?

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০ ২০:৫৭

‘বিশ্বের সর্বোচ্চ সম্মানি পাওয়া’ তারকাদের নিয়ে ২০২০ সালের একটি তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। তালিকায় বলিউড তারকাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি মুম্বাইয়ের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় অক্ষয় কুমার জানান, ২০২২ সালের জন্য যে স্ক্রিপ্টগুলো পড়ছেন, সেগুলোতে কাজ করলে তার সম্মানি হবে ১৩৫ কোটি। এখন তিনি পাচ্ছেন ছবি প্রতি ১১৭ কোটি।

বর্তমানে ‘প্যাডম্যান’ হিরো অসংখ্য স্ক্রিপ্ট পড়ছেন বলে জানান। ইতিমধ্যে ২০২১ সালের সকল ডেট ‘বুকড’ বলে জানান তিনি। এরপর কোনো ছবিতে সম্মত হলে সেটার শুটিং শুরু হতে হতে ২০২২ সাল এসে যাবে। শুধু তাই নয়, এই লকডাউনে তার সম্মানি ৯৯ কোটি থেকে বেড়ে হয়েছে ১০৮ কোটি।

২০২১ সালের সিনেমার জন্য তিনি নির্ধারণ করলেন ১১৭ কোটি। আর ২০২২ সালের জন্য তা হবে ১৩৫ কোটি।

ফোর্বসের ওই তালিকায় বলিউড তারকাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তৃতীয় আমির খান। এ ছাড়া চতুর্থ অবস্থানে রয়েছেন শাহরুখ খান। তালিকায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ সম্মানি পাওয়া তারকা হলেন মার্কিন কাইলি জেনার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]