36821

08/21/2025 ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করলেন হৃতিক-এনটিআর

ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করলেন হৃতিক-এনটিআর

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ১৩:৪৮

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার জুনিয়র এনটিআরের যুগলবন্দি সিনেমা 'ওয়ার ২'-এর মারকাটারি অ্যাকশন দৃশ্য বা চোখধাঁধানো ভিএফএক্সেও শেষ রক্ষা হলো না। ‘ওয়ার ২’ বক্স অফিসের সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে। সুপার ফ্লপের তকমা পেতে চলেছে।

সিনেমার এমন অপ্রত্যাশিত ব্যর্থতার কারণেই নাকি দুই তারকার বন্ধুত্বেও ছেদ পড়েছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন এ দুই তারকা। সম্প্রতি নেটিজেনদের একটি অংশ সেটাই মনে করছেন।

সিনেমা ‘ওয়ার ২’ ঘোষণার পর থেকে হৃতিক ও জুনিয়র এনটিআরের বন্ধুত্ব ছিল দেখার মতো। সুযোগ পেলেই তারা একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিতেন। এক বিবৃতিতে এনটিআর বলেছিলেন, মনে হয়, আমার এবং হৃতিক রোশন গারুর (তেলেগু ভাষীরা বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে গারু সম্বোধন করেন) ক্যারিয়ার একই সময়ে শুরু হয়েছিল।

তিনি বলেন, অনেক আগে যখন আমি ‘কাহো না প্যার হ্যায়’ দেখেছিলাম, তখন প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। তিনি বর্তমানে দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী। আমার যাত্রা শুরু হয়েছিল তার প্রশংসা করে। এত বছর পর আমি তার সঙ্গে অভিনয় এবং নাচ করার সুযোগ পেয়েছি।

সিনেমা মুক্তির পর বন্ধুত্বের সমীকরণ পাল্টে যায়। যদিও দুই অভিনেতার মধ্যে আদৌ কোনো মনোমালিন্য হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে হৃতিক এখনো ওয়ার ২-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সহ-অভিনেত্রী কিয়ারা আদভানিকে ফলো করছেন। শুধু তাই নয়, অতীতে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই এখনো রয়েছেন তার ‘ফলোয়িং’ তালিকায়। তবে মজার বিষয় হলো হৃতিকের বাবা রাকেশ রোশন এখনো ইনস্টাগ্রামে জুনিয়র এনটিআরকে অনুসরণ করেন।

উল্লেখ্য, অয়ন পরিচালিত ‘ওয়ার ২’ ৪০০ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছে। প্রথম দিনেই ৫২ কোটি টাকার ভালো ওপেনিং সত্ত্বেও সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শুরুটা আশাব্যঞ্জক হলেও ‘ওয়ার ২’-এর আয় পঞ্চম দিনে একক অঙ্কে নেমে এসেছে। সিনেমাটির আয়ের হার ৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। সে হিসাবে সিনেমাটি ফ্লপের তকমাও পেতে পারে। সে কারণে অনেকেই মনে করছেন— সিনেমা ফ্লপে সম্পর্কের তাল কেটেছে দুই অভিনেতার।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]