36830

08/21/2025 ৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ১৬:২৪

২০২৩ সালের মে মাসে সরকার বিরোধী দাঙ্গার সঙ্গে সম্পর্কিত আট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অন্য দুই মধ্যে বিচারপতি হলেন- মুহাম্মদ শফি সিদ্দিকী এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।

ইমরান খানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালমান সফদার, আর রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি।

উভয়েই তাদের যুক্তি শেষে প্রধান বিচারপতি বেঞ্চ আট মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

পিটিআই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় এটিকে ‘ইমরান খানের জন্য বিজয়’ বলে অভিহিত করেছে।

এদিকে আট মামলায় জামিন পেলেও ইমরান খানের মুক্তির সম্ভাবনা নেই। কারণ ইমরানের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় উপহার আত্মসাত ও দুর্নীতির মামলাও রয়েছে। এসব মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মে পিটিআই সমর্থকরা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ, সামরিক স্থাপনা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় দলটির নেতাকর্মীসহ হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনার একাধিক মামলায় গত ৩১ জুলাই পিটিআই-এর ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে ফয়সালাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। এরমধ্যে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের বর্তমান সদস্যসহ ৫৮ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের এক থেকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]