36834

08/21/2025 এশিয়া কাপ থেকে বাদ পড়ে সিপিএলে দল পেলেন রিজওয়ান

এশিয়া কাপ থেকে বাদ পড়ে সিপিএলে দল পেলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ১৬:৪৯

আসরের মাঝপথে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেন মোহাম্মদ রিজওয়ান। আফগান পেসার ফজলহক ফারুকির পরিবর্তে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।

মূলত জাতীয় দলের খেলা থাকায় সিপিএল ছাড়তে বাধ্য হয়েছেন ফারুকি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলবে তার দল। এই পেসারের পরিবর্তে এবার উইকেটকিপার ব্যাটারকে স্কোয়াডে যোগ করেছে সেন্ট কিটস। ফলে তাদের ব্যাটিং লাইনআপের শক্তি বেড়েছে।

পাকিস্তান তাকে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ দুই জায়গা থেকেই বাদ দেয়ায় রিজওয়ান সিপিএলে অংশ নিতে পিসিবির অনুমতি পেয়েছেন। ২২ আগস্ট বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেন্ট কিটসের জার্সিতে অভিষেক হতে পারে তার।

এই টুর্নামেন্টে এটিই হবে মোহাম্মদ রিজওয়ানের প্রথম অংশগ্রহণ। সিপিএলে অংশ নেয়া পাকিস্তানি ক্রিকেটারদের তালিকায় নতুন করে যুক্ত হলেন তিনি। একই দলে আছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি।

রিজওয়ানের এই চুক্তির ফলে পাকিস্তান দলের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের জন্য নির্ধারিত ১২ মাসে সর্বোচ্চ দুটি বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার সীমা পূর্ণ হলো। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। ফলে এ বছর এর পর আর কোনো বিদেশি লিগে খেলতে পারবেন না তিনি।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]