36895

08/24/2025 ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এডমিশন ও স্কলারশিপ ফেয়ার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এডমিশন ও স্কলারশিপ ফেয়ার

শিক্ষা ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১২:৫৮

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী এডমিশন ও স্কলারশিপ ফেয়ার।

আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার প্রাণ কেন্দ্র ২৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানীর ক্যাম্পাসে এই ফেয়ার চলবে।

এই ফেয়ারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ, এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাস বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রস বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই) প্রতিষ্ঠান বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস। মালয়েশিয়ার মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে এখানে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে।

এই ফেয়ারে সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০০% ভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে অবস্থান ২৬৯। একটানা চার বছর ধরে বিশ্বের শীর্ষ ১% বিশ্ববিদ্যালয়ের তালিকায় অবস্থান ধরে রেখেছে ইউসিএসআই ইউনিভার্সিটি। মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]