36919

08/24/2025 গোপালগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে, নিখোঁজ এক

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে, নিখোঁজ এক

জেলা সংবাদদাতা,গোপালগঞ্জে

২৩ আগস্ট ২০২৫ ১৭:৩৬

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পানিতে অর্ধনিমজ্জিত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে একটি যাত্রীবাহী বাস। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। এসময় বাসটি খাদে পড়ে পানিতে অর্ধ নিমজ্জিত হয়। এই ঘটনায় আহত হয় বাসের অন্তত ২০ যাত্রী। এছাড়া নিখোঁজ আরও একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পাশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবউজ্জামান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চলমান রয়েছে কার্যক্রম। বাসটি বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]