36926

08/24/2025 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১৮:১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র বিজ্ঞান বিভাগের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তীকালীন প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখা যায়, ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ পরিষদ হেল্প ডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের সহায়তা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দায়িত্বে ছিল।

বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাশাপাশি মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর যোগ করার বিধান রাখা হয়েছে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]