আগামী মাসেই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আসন্ন টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিন বছর ধরে লাল-সবুজের টি-টোয়েন্টি দলে না থাকা নুরুল হাসান সোহান।
বাংলাদেশের হয়ে সোহান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে। এশিয়া কাপের আগে সোহান খেলছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টিতে। সেখানে ৬ ইনিংসে ১১৩.৮৬ স্ট্রাইক রেটে ১১৫ রান করেছেন তিনি।
সবশেষ বিপিএলে সোহান রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ১৩৮.৯৩ স্ট্রাইক রেটে ১৮২ রান করেন। রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগেও খেলেছেন সোহান। সেখানে তিনি ৫ ম্যাচে ৬৫ রান করেন। সোহানকে এশিয়া কাপ স্কোয়াডে রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের লাইক টু লাইক বদলির জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জ, কিংবা পারফরমার নাই। আমাদের আত্মবিশ্বাস এবং আস্থার জায়গাটা হলো তাঁর খেলার অ্যাপ্রোচ এবং প্যাটার্ন- বিশেষত পাঁচ-ছয়ে আমরা মনে করি খুব ভালো পছন্দ, জাকের আলীর ব্যাক আপের ক্ষেত্রে এই মুহূর্তে তাঁকে সেরা মনে করছি।’
এদিকে সোহানের সঙ্গে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন সাইফ হাসানও। তিনিও খেলছেন টপ এন্ড টি-টোয়েন্টিতে। সেখানে ৬ ম্যাচে ১২১.১০ স্ট্রাইক রেটে করেছেন ১৩২ রান। এছাড়া গত বিপিএলে ১৩ ম্যাচ খেলে ৩০৬ এবং গ্লোবাল সুপার লিগে তিনি ৪ ম্যাচে করেন ৮৪ রান।
সাইফকে দলে রাখার ব্যাখ্যায় গাজী আশরাফ হোসেন বলেন, ‘এক ওভার-দুই ওভার তিনি করে দিতে পারবেন। তিন-চার নম্বরে এবং যদি ওপেনার দরকার হয়, সে আলোকে সাইফের দিকে চোখ ছিল। এবার তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এ রকম বিভিন্ন জায়গায় অবদান রাখতে পারে এমন খেলোয়াড় খুঁজছি।’
ডিএম/রিয়া