36928

08/24/2025 আবারও আবেদনময়ী লুকে ধরা দিলেন মিমি

আবারও আবেদনময়ী লুকে ধরা দিলেন মিমি

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১৮:৩২

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর এখন বৃহস্পতি তুঙ্গে। এখন অভিনেত্রীর বিকিনি পরা লুকে কাঁপছে টালিউড থেকে বলিউড। ধুলোমুঠি সোনা হচ্ছে তার। পূজায় ‘রক্তবীজ ২’ সিনেমায় ‘সংযুক্তা মিত্র’ হয়ে লাস্য ছড়াবেন। সেই সঙ্গে অ্যাকশনও আছেন অভিনেত্রী।

আবার চলতি বছরেই হয়তো শুরু হয়ে যেতে পারে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। সেখানে আছেন মিমি। বিক্রম মোতওয়ানে পরিচালিত সেই সিনেমায় মিমি হচ্ছেন ‘ডোনা গাঙ্গুলী’। চমক আরও আছে। এর মধ্যেই মিমি নাকি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন।

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মিমির কাজ এই প্রথম নয়। ‘পোস্ত’, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’, ‘রক্তবীজ’ হয়ে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তার চতুর্থ সিনেমা। এর আগের সিনেমায় অভিনেত্রী দাপুটে পুলিশ অফিসার। আসন্ন সিনেমায় স্বপ্নদৃশ্যে সেই মিমি বিকিনি পরে উত্তাপও ছড়াবেন।

ইতোমধ্যে সেই ছবি প্রকাশ্যে এসেছে। নেটদুনিয়ায় প্রশংসিত মিমি। অনেকেই ‘ওয়ার ২’ সিনেমায় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘বিকিনি লুক’-এর সঙ্গেও তাকে তুলনা করেছেন।

মিমির এ সাহস দেখেই কি বলিউড নতুন করে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে? এমন প্রশ্নে অভিনেত্রীর মুখে কুলুপ। তবে টালিউডের অন্দরের খবর— মিমি চক্রবর্তী প্রথমসারির এক গহনা প্রস্তুতকারী সংস্থার মুখ। পূজার জন্য সেই সংস্থা একটি বিজ্ঞাপনী ছবি বানাতে চলেছে। সেই ছবি পরিচালনা করবেন ‘পিঙ্ক’ সিনেমার কাহিনিকার সুজিত সরকার।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]