37015

11/03/2025 যুবা দলকেও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

যুবা দলকেও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট ২০২৫ ১২:১০

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ গুরুত্বপূর্ণ পাওয়ার হিটিং। এই জায়গায় অনেকটা পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই দক্ষতা বাড়াতে বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৫ আগস্ট) যুবা ক্রিকেটারদের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে লম্বা সময় কাজ করেছেন উড। মিরপুর শেরে-ই-বাংলার ইনডোরে এই অনুশীলনে উপস্থিত ছিলেন যুবা দলের সব ব্যাটাররা। এই অনুশীলনে নিজেদের কীভাবে আরও উন্নতি করা যায় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা। আগামীকাল দ্বিতীয় দিনের মতো আবারও অনুশীলন করবেন যুবা দলের ক্রিকেটাররা।


এদিকে, চলতি মাসের ৩১ আগস্ট ইংল্যান্ডে ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]