37024

08/26/2025 ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতির সাময়িক অব্যাহতি

ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতির সাময়িক অব্যাহতি

জেলা সংবাদদাতা,ফরিদপুর

২৫ আগস্ট ২০২৫ ১৭:১৬

ফরিদপুরের সালথা উপজেলা গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংগঠনের সভাপতি মো. ফারুক ফকিরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) সকালে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন লিখন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা উপজেলা গণঅধিকার পরিষদের এক আলোচনা সভায় অনাকাঙ্ক্ষিতভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, সভাপতি মো. ফারুক ফকিরের প্রত্যক্ষ ইন্ধনে পরিকল্পিতভাবে ওই বিশৃঙ্খলা সৃষ্টি করে সভাটি পণ্ড করে দেওয়া হয়।

এ প্রেক্ষিতে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সালথা উপজেলা সভাপতি মো. ফারুক ফকিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফারুক ফকির বলেন, ‘সালথায় অনুষ্ঠিত আলোচনায় সংঘর্ষের ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। বরং আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি হস্তক্ষেপ না করলে হয়তো আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তবুও যেহেতু আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আমি বিষয়টি সাংগঠনিকভাবে মোকাবিলা করব।’

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া এবং উপজেলা সভাপতি ফারুক ফকির উভয়েই বিবেচিত। গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা চলাকালে ব্যানারে নাম উল্লেখ নিয়ে ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। তার মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং সভাটি সংক্ষিপ্তভাবে শেষ করা হয়।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]