37035

08/26/2025 হালদা নদীর শাখা খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

হালদা নদীর শাখা খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

২৫ আগস্ট ২০২৫ ১৯:১৮

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর শাখা কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নৌ পুলিশ এটি উদ্ধার করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি এবং ওজন ৩৭ কেজি। এটি পচে যাওয়ায় মাটিচাপা দেওয়া হয়। জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জালে আটকে যাওয়ার কারণে এটির ঠোঁট কেটে ফেলা হয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আমরা ডলফিন নিয়ে কাজ শুরু করেছি। সে থেকে এ পর্যন্ত আমাদের হিসেবমতে মোট ৪৬টি ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]